বাংলাদেশের সর্ব দক্ষিনে অবস্থিত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পূবে নাফ নদী ও মায়ানমার, পশ্চিমে বঙ্গোপসাগর, দক্ষিণে সাগর ও সেন্টমার্টিন দ্বীপ, উত্তরে ৩নং টেকনাফ সদর ইউনিয়নের মধ্যস্থলে সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দয্যে ভরা আর নাফ নদী ও বঙ্গোপসাগরের ধারে গড়ে উঠা ৪নং সাবরাং ইউনিয়ন পরিষদ ।কাল পরিক্রমায় আজ ৪ নং সাবরাং ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৪নং সাবরাং ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৯ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৯৯,৫৮১ জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা – ৪৯ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৩ টি।
চ) হাট/বাজার সংখ্যা(ছোট-বড়) - ১০টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সম্পূণ যানবাহান ।
জ) শিক্ষার হার – ১৯.৫৪%। (২০১৯ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২ টি,
উচ্চ বিদ্যালয়ঃ ০৩টি,
দাখিল মাদ্রাসাঃ ০৮টি.
হেফজ খানাঃ ১২টি,
নুরানী ও ফুরকানিয়া মাদ্রাসাঃ ৬০টি,
জামে মসজিদঃ ৬৬ টি।
ঝ) ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সঃ ০১টি।
ঞ) কমিউনিটি ক্লিনিকঃ ০৩টি।
ট) বি. জি. বি. ক্যাম্পঃ ০৩টি।
ঠ) রেঞ্জকর্মকর্তার কার্য্যালয়ঃ ০১টি।
ঢ) কর্মরত এন. জি. ওঃ ০৬টি।
ড) ডাকঘরঃ ০৩টি।
ণ) দায়িত্বরত চেয়ারম্যান –নুর হোসেন বিএ
ন) ঐতিহাসিক/পর্যটন স্থান – শাহ পরীর দ্বীপ জেটি ঘাঠ ও নাফ নদী সাবরাং ট্যুরিজম ।
প) ইউপি ভবন স্থাপন কাল – ২০/১০/২০০২ইং।
ফ) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২৬/০৫/২০১৬ইং
২) প্রথম সভার তারিখ –২৭ /০৫/২০১৬ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২১/০৫/২০২১ইং
ব) গ্রাম সমূহের নাম –
কুরাবুইজ্যা পাড়া, বাহার ছড়া, চান্দলী পাড়া, বেইঙ্গা পাড়া, মুন্ডার ডেইল, নাপিত পাড়া, উত্তর নয়া পাড়া,
হাদুর ছড়া, খুরের মুখ, আলীর ডেইল, গুচ্ছ গ্রাম, আশ্রয়ন, করাচি পাড়া, কোয়াংছড়ি পাড়া, রুহুল্যার ডেপা,
কাটা বনিয়া, কচু বনিয়া, হারিয়া খালী, মন্ডল পাড়া, পানছড়ি পাড়া, সিকদার পাড়া, খয়রাতি পাড়া, মগ পাড়া, বাজার পাড়া, লেজির পাড়া, পেন্ডাল পাড়া, আছার বনিয়া, ডেগিল্যার বিল, ডেইল পাড়া, পুরান পাড়া, ঝিনা পাড়া,
নোয়া পাড়া, ঘোলার পাড়া, লাফার ঘোনা, শাহ পরীর দ্বীপ পশ্চিম পাড়া, মাঝের পাড়া, দক্ষিণ পাড়া, ঘোলা পাড়া, হাজী পাড়া, উত্তর পাড়া, ডাঙ্গার পাড়া, ডেইল পাড়া, কোনার পাড়া, জালিয়া পাড়া, ক্যাম্প পাড়া, মিস্ত্রী পাড়া, বাজার পাড়া ।
ভ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব– ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ– ৯ জন।
৪) ইউনিয়ন দফাদার– ১ জন।
৫) ইউ. আই. সি. উদ্যোক্তাঃ ০২জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস