বর্তমান সাবরাং এর যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। স্থলপথই হচ্ছে যোগাযোগ / যাতায়াতের প্রধান মাধ্যম।
সড়ক পথে :-
টেকনাফ আরাকান সড়ক হইয়া সাবরাং সড়ক পথে সরাসরি বিভিন্ন রাস্তা নিয়ে যাতায়াত করা যায়।
কক্সবাজার জেলা সদর টেকনাফ ষ্টেশন থেকে বা ইউনিয়ন কমপ্লেক্সের অবস্থান ডেগিল্যার বিল, সাবরাং হতে, বাস, মাইক্রো বাস, সি. এন. জি. / গাড়ি যোগে কক্সবাজার জেলা সদরে যাতায়াত করা যায়। সাবরাং থেকে জেলা সদরের দুরত্ব ৯৮ কিলোমিটার।
টেকনাফ সদর উপজেলা উপজেলা পরিষদ থেকে বাস, সিএনজি /চান্দের গাড়ি ও রিক্সা যোগে সাবরাং ইউনিয়ন পরিষদ ৭ কিলোমিটার ।
ইউনিয়নের ভিতর ব্যবহৃত বাহন :- ৪নং সাবরাং ইউনিয়ন পরিষদের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের বাহন হিসাবে রিক্সা, সিএনজি, মাইক্রোবাস, মাহিন্দ্রা চান্দের গাড়ি এবং শাহ পরীর দ্বীপে নৌকা/স্পীড বোটে যাতায়ত করা হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস